মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদ্রাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানে এ ঘটনা ঘটে।
তারা হলেন, লৌহজং উপজেলার কনকসার বাজার বটতলা এলাকার মোসলেম সরদার ছেলে মো. জুম্মন (৪৫) ও শাহজাহানের ছেলে কাউসার (৫০)। তারা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ও অটোরিকশা চালক।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খলিলুল্লাহ ও আসলাম ভূঁইয়া বলেন, জোহরের নামাজ শেষে দেখি একজন নারীসহ তিনজন দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরই সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় দুই বন্ধু দোকানের মাঝে শুয়ে পড়েন। পরে এসে দেখি দুইজনই মারা গেছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুর রহমান বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মুন্সীগঞ্জ বজ্রপাত মৃত্যু সিরাজদিখান উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh