দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে: মিনু

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, এখন বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তারা আর এই দুর্নীতিবাজ, স্বেচ্ছাচার, নিশিরাতের সরকারকে দেখতে চায় না। আমাদের আশা খুব দ্রুতই এই সরকারকে স্বেচ্ছাচারিতা ছেড়ে নিরাপদে চলে যেতে হবে। চাল ডালসহ সকল দ্রব্যমূল্যর আকাশচুম্বী। প্রকৃতপক্ষে দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে।

আজ শনিবার (২৭ মে) বিকেলে দশ দফা দাবিতে জয়পুরহাট  জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গায়েবি মামলায় নির্বিচারে বিএনপি নেতাদের গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নতুনহাট এলাকায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, অতীতের কোনো আন্দোলনই ব্যর্থ হয়নি। চলমান আন্দোলন দেশে গণতন্ত্র ফেরানোর আন্দোলন। অবৈধ সরকার, জোরপূর্বক, চক্রান্তমূলকভাবে ক্ষমতা দখল করে রেখেছে। তাদের পদত্যাগ করিয়ে একটা নিরপেক্ষ সরকারের দাবি বিএনপি জানিয়ে আসছে।

এসময় বক্তব্য আরো রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক হেনা কবীর, পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, কালাই উপজেলার বিএনপির আহবায়ক ইব্রাহিম ফকির, আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //