বেনাপোলে ৩ যাত্রীর পায়ুপথে মিললো ২০ স্বর্ণের বার

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ভারতগামী তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর পায়ুপথে (২ কেজি ৩২০ গ্রাম ওজন) ২০টি স্বর্ণের বার থাকায় তাদের আটক করা হয়।

আজ সোমবার (২৯ মে) সকাল ৯ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. হাবীব (৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচূরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন- বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। এসময় সন্দেহভাজন তিন বাংলাদেশি পাসপোর্টযাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কাছে  স্বর্ণের বার আছে বলে স্বীকার করেন তারা। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মেডিসিন সেবন করিয়ে পায়ুপথ থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। 

জব্দকৃত স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান কাস্টমস শুল্ক গোয়েন্দা ওই কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //