ঘিওরে অবৈধ ড্রেজারে ভাঙছে ফসলি জমি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে রমরমা ড্রেজার বানিজ্য। অবৈধ এসব ড্রেজারে হুমকিতে পরেছে ফসলি জমি, নদীর পাড় ও বসতভিটা।

সরেজমিনে গতকাল মঙ্গলবার (৩০ মে) সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর, বানিয়াজুরি ইউনিয়নের তরা ও ঘিওর সদর উপজেলার পূর্ব ঘিওর এলাকায় বেশ কয়েকটি ড্রেজার চলমান দেখা যায়। 

এরমধ্যে সিংজুরি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় নব নির্মিত ব্রিজের নীচেই চলছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার। ভারি এ ড্রেজার চলার কারণে ইতোমধ্যেই পার্শ্ববর্তী জমিতে ভাঙন শুরু হয়েছে। এভাবে ড্রেজার চলতে থাকলে নির্মিতব্য ব্রিজটিও হুমকিতে পরবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, ইতোমধ্যে পূর্ব ঘিওরে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //