ময়মনসিংহে দেওয়াল ভেঙে গরু চুরি, গ্রেপ্তার ৫

ময়মনসিংহের ভালুকায় একটি ডেইরি ফার্ম থেকে ১০টি গরু চুরির ঘটনায় মূল হোতাসহ গরুচোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়া ৭টি গরু উদ্ধারসহ চুরির কাজে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, ময়মনসিংহের ভালুকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামে ডেইরি ফার্মের দেয়াল ভেঙে গত সোমবার গভীর রাতে ১০টি গরু নিয়ে যায় আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা। ঘটনার পর দিন মঙ্গলবার ভালুকা থানায় মামলা করেন ডেইরি ফার্মটির কেয়ারটেকার আলাউদ্দিন।

এ ঘটনায় বুধবার অভিযান চালিয়ে নান্দাইল থেকে গরুচোর চক্রের মূল হোতা সবুজকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আরো চার চোরকে।

চক্রের মূল হোতা সবুজ ট্রাক ভর্তি গরু ডাকাতির আরেক মামলায় জামিনে এসেই দল গঠন করে ডেইরি ফার্মে চুরি করে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

কোরবানির ঈদকে সামনে রেখে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও ভালুকা এলাকায় চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //