নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে গোলাম কাদের নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন তিনি।

গতকাল বুধবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের পাহাড়ি জনপদ সাপেরগাড়ার রাজারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাম কাদের উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার মৃত পুতুন আলীর ছেলে। গত ২৫ বছর ধরে পাহাড়ের রাজারখোলা এলাকায় বসতি তৈরি করে বসবাস করছেন তিনি।

স্থানীয়রা জানান, গোলাম কাদের রাজারখোলা জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি বন্যহাতি তাকে আক্রমণ করে পা দিয়ে মাথা ও ডান হাত পিষ্ট করে।

স্থানীয় ইউপি সদস্য এম জাফর আহমদ বলেন, দুটি বন্যহাতি বিকেল থেকে রাজারখোলা পাহাড়ের ঢালে অবস্থান করছিল। স্থানীয় লোকজনও সতর্ক ছিলেন। গোলাম কাদের মসজিদ থেকে ফেরার পথে আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিম উদ্দিন। তিনি বলেন, পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //