ঢাকার পথে চাঁপাইনবাবগঞ্জের ম্যাংগো স্পেশাল ট্রেন

কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) বেলা এগারোটায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে উপস্থিত হয়ে এ ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ম্যাংগো ট্রেনটি উদ্বোধনের পর ট্রেনটি চলে যাবে জেলার রোহনপুর স্টেশনে। সেখানে বুকিং হওয়া আম নিয়ে বিকেল চারটায় ট্রেনটি যাত্রা শুরু করবে রাজধানীর উদ্দেশ্যে। পথিমধ্যে ১৪টি স্টেশনে আম নিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকার তেজগাঁওতে পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে।

উদ্বোধন হাওয়া ম্যাংগো ট্রেনে এবার সাতটি ওয়াগনে আম পরিবহন করতে পারবেন সংশ্লিষ্টরা। এসব ওয়াগনে ৩০১ মেট্রিক টন আম পরিবহন করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিবহনে খরচ হবে প্রতি কেজিতে ১ টাকা ৩২ পয়সা। এবং রাজশাহী থেকে খরচ হবে ১ টাকা ১৭ পয়সা।

রেলওয়ের সূত্র মতে, ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ঐ বছরের ২১ জুলাই পর্যন্ত আম পরিবহন করে। ম্যাংগো স্পেশাল ট্রেন ওই বছর রেলওয়ের আয় হয় ২ লাখ ১১ হাজার ৪৫৮ টাকা। ২০২১ সালের ২৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত ম্যাংগো ট্রেনে আম পরিবহন করা হয় দ্বিতীয় বারের মতো চলা এই ট্রেন থেকে রেলের আয় হয় ১৩ লাখ ৪৪ হাজার ৯২০ টাকা। তৃতীয় বারের মতো ২০২২ সালের ১৩ জুন ম্যাংগো ট্রেন চালু হয়।আমের ভরা মৌসুমে তখন ট্রেনটি মাত্র ১১ দিন চলে। তখন রেলওয়ের আয় হয় ৩ লাখ ১৯ হাজার ২৬৫ টাকা।

রেলের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী। ল্যাংড়া আম পরিবহনের মধ্য দিয়ে ম্যাংগো ট্রেন চালু করা হবে। ট্রেনটি চালু হলে আম ব্যবসায়ীরা কম খরচে ঢাকায় আম পরিবহন করে লাভবান হবেন।

জেলা প্রশাসক এ কে এম গালিব খানের সভাপতিত্বে ম্যাংগো স্পেশাল ট্রেনটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, আলঃ রুহুল আমিন,পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাহা সুফি নূর মোহাম্মদ, পশ্চিম অঞ্চল রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, কর্মাশিয়াল ম্যানেজার সুজিত কুমার সহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান ও আওয়ামী লীগের নেতারা।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলঃ রুহুল আমিন, ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, সাধারণ মানুষের চলাচলের জন্য করোনা কালীন সময়ে বন্ধ হয়ে ট্রেন চালুর দাবি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //