চকরিয়ায় বাচ্চা হাতি হত্যার ঘটনায় মামলা

কক্সবাজারের চকরিয়ায় বাচ্চা হাতিকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জুন) রাতে এ মামলা করেন খুটাখালী বনবিট কর্মকর্তা মুবিনুল হক। মামলায় অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গুলি করে হাতি হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের তৎপরতা চালাচ্ছে পুলিশ।

বনবিভাগ সূত্রমতে, গত শুক্রবার রাতে খুটাখালী বনবিটের কেশখোলা নামক এলাকায় ৯ বছর বয়সী একটি বাচ্চা বন্যহাতি আহত হয়ে পড়ে থাকতে দেখে বনবিভাগকে খবর দেন স্থানীয়রা। গত শনিবার সকালে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাণী চিকিৎসক দিয়ে হাতিটির চিকিৎসা দেন। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাতিটি।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার বলেন, মৃত হাতিটির ময়নাতদন্ত করা হয়। তদন্ত রিপোর্টে জানা যায় হাতিটি গুলিতে মারা গেছে। এরপর মামলা করা হয়। পুলিশের পাশাপাশি আমরাও খুনিকে শনাক্তের কাজ করছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //