সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী সকল আসামি গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনে সভাপতি সৈয়দ শওকত জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক বজলুর রহমান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি জেএম জাহিদ হাবিব, কালেরকণ্ঠে জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, দৈনিক সমকাল ও চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম রোকন, মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ্ জামাল, একুশে টিভির জেলা প্রতিনিধি মুক্তা আহমেদ, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি (১) ছাইদুর রহমান, সহসভাপতি (৩) শহিদুল ইসলাম নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ্ প্রমুখ।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারী সকল আসামির গ্রেপ্তার ও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

একইসাথে নিহত নাদিমের পরিবারকে সার্বিক নিরাপত্তাসহ ন্যায্য ক্ষতিপূরণ, প্রধান আসামি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা (সদ্য বহিষ্কৃত) মাহমুদুল আলম বাবুর সকল সম্পত্তি বাজেয়াপ্ত, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণের দাবি জানানো হয়।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //