বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে ঈদ‌কে কেন্দ্র ক‌রে প‌রিবহন চলাচল বেশি হওয়ায় টোল আদা‌য় বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে ৪২ হাজার ৫৬০‌টি প‌রিবহ‌ন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

আজ মঙ্গলবার (২৭ জুন) সকা‌লে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল টো‌লের তথ্য জানিয়েছেন।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা‌ গে‌ছে, উত্তরবঙ্গের ২৩ জেলার প‌রিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। সোমবার (২৬ জুন) রাত ১২টা হতে মঙ্গলবার (২৭জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ৪২ হাজার ৫৬০‌টি প‌রিবহ‌ন পারাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ঢাকা‌ থে‌কে উত্তরবঙ্গ গি‌য়ে‌ছে ২৪ হাজার ৮১৭‌টি প‌রিবহন। এর‌ বিপ‌রীতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০। এছাড়া উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে ১৭ হাজার ৭৪৩‌টি। এর বিপ‌রীতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। এরম‌ধ্যে মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৬হাজার ৮৪১‌টি।

এদি‌কে, এর আগের দিন বঙ্গবন্ধু সেতু‌তে ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপা‌রে টোল আদায় হয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //