সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তিনটি স্থানে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮জুন) সকাল আটটায় উপজেলার পৌর এলাকার চটকাবাড়িয়া গ্রামে মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজে ঈমামতি করেন, মাওলানা রেজাউল ইসলাম।
রেজাউল ইসলাম জানান, বৃষ্টির জন্য নামাজ দেরিতে পড়তে হয়েছে। প্রায় শতাধিক মুসল্লি চটকাবাড়িয়া মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন।
উপজেলা জুড়ে প্রায় ৩ শতাধিক পরিবার আজ ঈদুল আযহা উদযাপন করছেন বলেও তিনি জানান। নামাজের পর পশু কোরবানি দেওয়া হয়েছে।
এছাড়াও উপজেলার ভালকি ও নিত্যানন্দপুর গ্রামেও প্রায় একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ ঈদ উদযাপন সৌদি আরব হরিণাকুণ্ডু
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh