ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এক নাম্বার বিহীন সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। পথিমধ্যে বুধন্তীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এসে সিএনজিটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় দুইজন ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন তিনজন

তিনি আরো জানান, ঘাতক ট্রাক ও সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //