ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলের সরকারি শিশু পরিবার বালিকার নিবাসীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৮ জুন) বেলা ১১ টায় শহরের সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দীপ ভৌমিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আইনজীবী জাফর আহমেদ, সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার প্রমুখ।
এসময় সরকারি শিশু পরিবার বালিকার ৯১ জন নিবাসীকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়।
পোশাক পেয়ে খুশি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জানহান (৯) বলেন, ডিসি স্যার আমাদের ঈদের কাপড় কিনে দিয়েছেন। কাপড় পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এবার ঈদে নতুন কাপড় পরে আনন্দ করবো, অনেক ভালো লাগছে।
আরেক শিক্ষার্থী সাইমা আক্তার (৮) বলেন, নতুন কাপড় পেয়ে অনেক ভালো লাগছে। নতুন কাপড় পরে ঈদ করবো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh