তেলবাহী জাহাজে বিস্ফোরণ, একজনের লাশ উদ্ধার

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণের প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত চারজনের মধ্য একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজ বিস্ফোরণের ২৪ ঘণ্টা পর ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনকে ঢাকায় আনা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরো তিনজন।

আজ রবিবার (২ জুলাই) সকাল থেকে টিমতালে শুরু হয়েছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান। রাতে ৬ লাখ লিটার তেল অপসারণ করার পর জাহাজের ডুবে যাওয়া অংশ ভেসে উঠেছে।

স্বজনদের অভিযোগ, নিখোঁজদের উদ্ধার না করে জাহাজ ও তেল নিয়ে ব্যস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতায় গাফিলতি করছেন।

জাহাজ আপাতত নিরাপদ বলছে বিআইডব্লিউটিএ। জোয়ারের স্রোতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো সেলিম।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে।

সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান জানান, দগ্ধ চারজন চিকিৎসা নিচ্ছেন। যথাযথভাবে উদ্ধার কাজ চলছে।

নিখোঁজ রয়েছেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল, ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //