রাজশাহীর পুঠিয়ায় শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেকে পরিচালনা কমিটির সভাপতি করার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন বেগমের বিরুদ্ধে। ছেলে নাজমুল হককে ওই পদের দায়িত্ব দেওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকরা লিখিত অভিযোগ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে।
অভিযোগকারী দিলীপ কুমার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিভাবকদের না জানিয়ে গোপনে তার ছেলেকে সভাপতি বানিয়েছেন। এমন কি বিদ্যালয়ের কোনো বিষয়েই অভিভাবকদের মতামতের তোয়াক্কা করেন না নাজনীন বেগম।
এদিকে নাজনীন বেগম বলেন, এই বিদ্যালয়ের জমি আমার স্বামীর দেওয়া। তাই নিজের ছেলেকে সভাপতি করেছি। এলাকার এমপির সাথে পরামর্শ করেই আমার ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুঠিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিভাবক ও এলাকাবাসীর একটি অভিযোগ পেয়েছি। মা প্রধান শিক্ষিকা আর ছেলে সভাপতি বিষয়টি রহস্যজনক। চলতি সপ্তাহেই তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : স্কুল পরিচালনা কমিটি সভাপতি ছেলে প্রধান শিক্ষক মা রাজশাহীর পুঠিয়া শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh