বিপৎসীমার উপরে তিস্তার পানি

উজানের অব্যাহত ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। 

আজ বুধবার (৫ জুলাই) ভোর রাতে পানি অস্বাভাবিক বৃদ্ধি পেতে থাকে। পরে সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে রেকর্ড করা হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে পানি প্রবাহ কিছুটা কমে সকাল ৯টায় থেকে বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতিসহ পার্শ্ববর্তী রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা তীরবর্তি এলাকা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার ফলিমারীর চর খুনিয়াগাছ, রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের চর এলাকা ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কোথাও কোথাও পানিতে ডুবে আছে রাস্তা ঘাট। তলিয়ে গেছে বাদাম, আমন বীজতলা ও সবজি খেত। 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ভাঙন প্রবন এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, আবারও পানি বৃদ্ধি পেয়েছে। জেলার বন্যা কবলিত ইউনিয়নগুলেতে ৩০০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। শীঘ্রই আবারো বিতরণ শুরু হবে। সকল পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি রয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //