ফেনীতে প্রথম নারী জেলা প্রশাসক নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ফেনীর প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন। 

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জানা গেছে, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২০১৮ সালের ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শাহীনা আক্তার। তিনি এর আগে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। শাহীনা আক্তার ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।

ফেনীর বিদায়ী ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসান স্থানীয় সরকার বিভাগে উপ-সচিব পদে পদোন্নতি পেয়ে বদলি হচ্ছেন। তিনি ২০২১ সালের জুনে ফেনীতে ডিসি পদে যোগ দিয়েছিলেন। ২৪তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে কর্মজীবন শুরু করেন আবু সেলিম। এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর একান্ত সচিব ছিলেন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //