ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১২:৩১ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৩, ০৩:০৮ পিএম
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১২:৩১ পিএম
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
আপডেট: ১১ জুলাই ২০২৩, ০৩:০৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় গতকাল সোমবার (১০ জুলাই) রাতে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জাল বিক্রির অপরাধে ইয়াসিন মিয়া (১৯) নামে একজনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন।
উপজেলার মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজারে অভিযান পরিচালনা করে জাল বিক্রির সময় একজনকে হাতে নাতে আটক করা হয় এবং ৮০টি চায়না জাল, প্রায় ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
এ বিষয়ে মেহেদী হাসান খান শাওন জানান, মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ অনুসারে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় অবৈধ জাল বিক্রি ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে দণ্ডবিধির আইন ১৮৬০ সালের ১৮৬ ধারায় ইয়াসিন মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া অবৈধ জাল ভ্রাম্যমাণ আদালত আটক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh