স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় চেক বিতরণ সহ জেলার অসচ্ছল সংস্কৃতিসেবী ও ক্রীড়াসেবীদের মাঝে চেক বিতরণ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক ও ট্যাব বিতরণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসকের লিংকন বিশ্বাস, আব্দুল কাদির মিয়া, মেহেরপুরের সিভিএস সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকী।
অনুষ্ঠানে মোট ৫৫ জন ভিক্ষুককে ৩৪ লাখ ৬৬ হাজার টাকা, ১৭ জন অসচ্ছল ক্রীড়াসেবীকে ৪ লাখ ৮ হাজার টাকা, ৯ জন অসচ্ছল সংস্কৃতি সেবীকে ১ লাখ ৭২ হাজার ৮শ টাকার চেক এবং নবম ও দশম শ্রেণির ২৭২ জন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh