আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে, তা সামগ্রিকভাবে দৃশ্যমান হবে। শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখছে, দক্ষতায় বিরাট এক পরিবর্তন এসেছে, তা এখনই দৃশ্যমান। ২০১৮ সালের বঙ্গবন্ধু কন্যার নির্বাচনী ইশতেহার ছিল, শিক্ষার মানোন্নয়ন। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কোনো কিছুই একদিনে হয় না, তাই একটু সময় লাগছে। খুব সহসাই শিক্ষার মানোন্নয়ন দৃশ্যমান হবে।’
আজ শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘একটি দেশের গঠণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্বাচন অন্যতম মাধ্যম। প্রত্যেক দেশ তার আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে। যে সকল বিদেশী বন্ধুরা আমাদের দেশে এসে দেখা করছেন, তাদের দেশেও একই নিয়মে নির্বাচন হয়। সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য আমাদের সকল ব্যবস্থা আছে। ইতোমধ্যে দেশে একাধিক নির্বাচনে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
বিদেশি কূটনীতিকদের বাংলাদেশ সফর করা এবং নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর সাথে সংলাপের বিষয়ে ডা. দীপু মনি আরো বলেন, ‘আমাদের বন্ধু রাষ্ট্রের নানান ধরনের মত থাকতে পারে। তবে কে এসে কী বলে গেল, সেটা বড় বিষয় নয়। তাদের মধ্যে কোনো ভিন্ন মত নেই। সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথাই বলছেন।’
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তার কারণ নেই। আমাদের দেশে নিজস্ব সংবিধান আছে। যথা সময়ে যথা নিয়মে আইন-কানুন মেনে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এখানে ভিন্ন কিছু চিন্তা করার কোন অবকাশ নেই।’
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসোন এসডু পাটেয়ারী, জেলা বন বিভাগ কর্মকর্তা মো. তাজুল ইসলাম ও জেলা কৃষি অফিসের উপপরিচালক ড. সাফায়েত সিদ্দিকী প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh