নরসিংদীর পলাশে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১৪ জুলাই) সকালে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও মৎস্যচাষী মো. কিরন আলী প্রধানের পুকুরে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য ও মৎস্যচাষী কিরন আলী প্রধান জানান, তার নিজ বাড়ির পাশ্ববর্তী প্রায় ৭০ শতক জমিতে কৈ মাছের চাষ করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তার শতকের পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে পুকুরপারে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান কিরন আলী প্রধান। এতে পুকুরে চাষ করা সব মাছ মরে ভেসে উঠেছে। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
মৎস্যচাষী কিরন আলী প্রধান আরও জানান, আমি এই পুকুরে এক মাস আগে দুই লাখ কৈ মাছের পোনা ছেড়েছি। এসময়ে প্রায় সাড়ে ১২ টন খাবার এই মাছগুলোকে খাইয়েছি। আমার এই পুকুরে ১০ টন মাছ ছিল। গত রাতে আমার পুকুরে কে বা কারা বিষ ঢেলে দিয়েছে। এতে সব মাছ মরে ভেসে উঠেছে। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আমি এ ঘটনায় পলাশ থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
প্রতিবেশী সজিব মিয়া বলেন, তিনি কয়েকটি বড় বড় পুকুর খনন করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে যাচ্ছেন। উপজেলায় মৎস্য চাষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। এখানে বেশ কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরে থাকা মাছগুলো মরে ভেসে উঠেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এব্যাপারে জানতে চাইলে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি সংগ্রহ করে নিয়ে এসেছি। পানি পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, মাছ মরার বিষয়টি আমি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh