কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র প্রচারের অভিযোগে শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার উলুবনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও কলেজছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মে মাসে কলেজ থেকে ফেরার পথে ওই ছাত্রীকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। এ ঘটনায় ছাত্রীর পরিবারের লোকজন মামলার প্রস্তুতি নেন। খবর পেয়ে হৃদয়ের পরিবার ‘মামলা করলে গুলি করে মেরে ফেলার’ হুমকি দেয়। ভয়ে চুপ হয়ে যায় ছাত্রীর পরিবার। কয়েক দিন আগে ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে গেলে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় পুলিশ। এরপর পুলিশের একাধিক দল অভিযানে নেমে ডুলাহাজারা থেকে হৃদয়কে গ্রেপ্তার করে।
স্থানীয় লোকজন বলছেন, শাহরিয়াজ মোহাম্মদ হৃদয়ের নেতৃত্বে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকায় একটি বখাটে চক্র পরিচালিত হয়। চক্রটি পার্কে ঘুরতে যাওয়া নারী দর্শনার্থীদের উত্ত্যক্ত, শ্লীলতাহানি ও ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত।
চকরিয়া থানার ওসি তদন্ত আবদুল জব্বার বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। এর মধ্যে ধর্ষণে অভিযুক্ত হৃদয়কে আজ শুক্রবার আদালতে তোলা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার ধর্ষণ গ্রেপ্তার চকরিয়া উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh