টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন, হতাহত হয়নি কেউ

সুনামগঞ্জের সুরমা নদীতে জঙ্গা নামে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজবোট আগুনে পুড়ে ভষ্মীভুত হয়েছে। এসময় হাউজবোটে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

গতকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পৌনে ৫টায় পৌর শহরের সাহেববাড়ি নৌকাঘাট এলাকায় ঘটনাটি ঘটে। বিদুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীরা।

খবর পেয়ে আগুন নেভাতে আসে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্ররণ আসে আগুন। করে। 

জানা যায়,সাহেববাড়ি নৌকা ঘাটে সুরমা নদীতে হাউজবোটটি নোঙর করা ছিল। এসময় হঠ্যাৎ করেই সামনের অংশে আগুন লেগে যায়। হাউজবোডটি কাঠ ও খড় দিয়ে তৈরি করায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় বাসিন্দারা ভয়ে নৌকাটিকে নদীতে ভাসিয়ে দেয়। নদীতে স্রোত থাকায় নৌকাটি ভাসতে ভাসতে মাঝ নদী পার হয়ে নদীর ওপারের কাছাকাছি ওলীর ঘাটের দিকে যায়।

ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর পূর্বে বোটটি সুরমা নদী দিয়ে ভাসমান অবস্থায় প্রায় অর্ধেক বেশি ভস্মীভূত হয়। এতে করে এই হাউজবোটটি একবারেই চলাচলে অনুপযোগী হয়ে যায়। এটি তৈরী করতে প্রায় ৪০-৪৫ লাখ টাকা খরচ হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

প্রতক্ষদর্শী আবির মিয়া জানান,সাহেব বাড়ি নৌকা ঘাটের সুরমা নদীপথের প্রায় এক কিলোমিটার নদীর উত্তর পাশে অলীরবাজার এলাকায় ভাসমান অবস্থায় হাউসবোটের আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে নিয়ে আসলেও বোটটির নিচের অংশ দৃশ্যমান ছাড়া কিছুই নেই।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার জানান, ‘ফায়ার সার্ভিসের ২টি টিম সুরমা নদীতে ভাসমান বোটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত কি কারণে জানতে পারিনি।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //