‘চলমান কাজ শেষ হলে দুই দেশই সুফল ভোগ করবে’

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, এলওসির অধীনে ভারত বাংলাদেশের মধ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্প কাজ চলমান আছে। এর মধ্যে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত চার লেন প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প। এছাড়া আখাউড়া স্থলবন্দরে প্রস্তাবিত ইন্ট্রিগেটেড চেকপোস্ট স্থাপনা নির্মাণের পরিকল্পনা চলছে। 

আজ সোমবার (২৪ জুলাই) দুপুরে আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এসব কাজ শেষ হলে দুই দেশই এর সুফল ভোগ করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যিকভাবে লাভবান হবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে।

দুই দেশের পারস্পরিক সহযোগিতায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজগুলো দ্রুত সময়ের মধ্য শেষ করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নির্মাণাধীন চারলেন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এসময় বাংলাদেশের সড়ক সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। এছাড়া ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //