লক্ষ্মীপুরে অস্ত্রোপচারে পাঁচ চিকিৎসককে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরের রামগঞ্জে বেসরকারি হাসপাতালের পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে অস্ত্রোপচারে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল সোমবার (২৫ জুলাই) রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার এক আদেশে ৮টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেন। 

পরিপত্র সূত্রে জানা যায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রামগঞ্জ আল ফারুক হসপিটালের চিকিৎসক ফারজানা তালুকদার ন্যান্সি, চিকিৎসক তাওহিদা আক্তার, আধুনিক হসপিটালের চিকিৎসক মো. রকিবুল হাসান, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস ইতি ও ফেমাস হসপিটালের চিকিৎসক মাহবুবা হক মিতু কোনো ধরনের মেজর অস্ত্রোপচার করতে পারবেন না। 

রাইসুল আসাদ নামের এক রোগীর স্বজন জানান, অভিযুক্ত চিকিৎসকই যখন নিষেধাজ্ঞা দেয় তা দুঃখজনক। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার ও একই হসপিটালের চিকিৎসক নাজমুল হক অপারেশন ভুলভাবে করায় সম্প্রতি একজন রিকশাচালকের স্ত্রীর মৃত্যু হয়। এছাড়া উপজেলার ইসলামিয়া হসপিটালে এক শিশুকে সুন্নতে খৎনা করাতে গিয়ে বিশেষ অঙ্গ পুড়িয়ে ফেলে। ওই হসপিটালের কোনো কাগজপত্র না থাকলেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। 

রামগঞ্জ ফেমাস হসপিটাল ম্যানেজার মানিক দাস জানান, আমাদের চিকিৎসক মাহবুবা হক মিতুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উনার সব সনদপত্র রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে দিয়ে আসার পরও এ ধরনের নিষেধাজ্ঞা দুঃখজনক। 

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার বলেন, বিভিন্ন অভিযোগে পাঁচজন চিকিৎসককে নিষেধাজ্ঞা দিয়েছি। এছাড়া কাগজপত্রবিহীন হসপিটালগুলোকে নোটিশ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ব্যতিত কোনো চিকিৎসক মেজর অপারেশন করাতে পারবেন না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //