মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজাকার মো. ফসিয়ার রহমানকে (৬৫) নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ এর একটি অপারেশন দল বুধবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফসিয়ার রহমানকে লালপুরের পানঘাটা সরদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফসিয়ার রহমান যশোর জেলার বাঘারপাড়া থানার মৃত মনছুর আলীর ছেলে।
উল্লেখ্য, ফসিয়ার রহমান রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, আটক ও ছয়জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাটোর মৃত্যুদণ্ড গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh