পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের দড়িসারদিয়ার গ্রামের মো. ফারুক মৃধার ছেলে সাকিল (১৩) ও একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে আজিম (১২) বিগত ১১ দিন যাবত নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় নিখোঁজ শিশুদের বাবারা রবিবার (২৩ জুলাই) পাবনার আতাইকুলা থানায় পৃথকভাবে দুটি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে নিখোঁজ সাকিলের পিতা মো. ফারুক মৃধা জানান, গত সোমবার (১৭ জুলাই) দুপুর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আত্মীয়-স্বজনসহ এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি।
কেউ এই দুই ছেলের সন্ধান পেয়ে থাকলে পাবনার আতাইকুলা থানায় অথবা নিকটস্থ থানাতে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আতাইকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নিখোঁজ দুই শিশু কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যান বলে শুনেছি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাবনা শিশু নিখোঁজ আতাইকলা থানা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh