রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ সদস্যের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার এসে পৌঁছায় প্রতিনিধিদল।

প্রতিনিধিদলটি বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। সেখান থেকে ১৮ নম্বর ক্যাম্পে যান তারা। সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ ছাড়াও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন তারা। 

দলটির নেতৃত্ব দিচ্ছেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। প্রতিনিধি দলে আরও রয়েছেন- ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, ঢাকায় ইইউর দূত চার্লস হোয়াইটলি ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, ইইউ বাংলাদেশের হেড আনা অরল্যান্ডিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //