নড়াইলে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে পৌর ভবন সংলগ্ন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। গত শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশের পাশাপাশি আওয়ামী নেতাকর্মীদের হামলা নির্যাতনের প্রতিবাদে নড়াইল জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির আহবায়ক নজরুল জমাদ্দার, যুগ্ম-আহবায়ক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রহিম ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি, মিজানুর রহমান, আকিদুল ইসলামসহ জেলা-উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh