‘জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দিতে চায়, তাদের অভিনন্দন’

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, ‘জাতীয় পার্টির ভাইদেরকে আমরা ভালোবাসি, আপনারা আমাদের জোটে আছেন। আপনারা বক্তব্য দেন সংসদে- ৩০০ আসনে প্রার্থী দেবেন, আমরা আপনাদেরকে অগ্রিম অভিনন্দন জানাতে চাই। নির্বাচনে যত দল অংশগ্রহণ করবে, নির্বাচন ততই গ্রহণযোগ্য হবে।’

আজ সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ীতে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ মোকাবেলায় তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ীতে দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে এমপি নির্বাচিত করা প্রসঙ্গে মুরাদ হাসান বলেন, এটা ২০১৪ সাল না, লাঙ্গলের জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, হেন পার্টি তেন পার্টি-কোনো ভোট নাই।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা পরিবার ও আওয়ামী লীগের প্রার্থীকে (মহাজোট) নৌকা প্রতীকে মনোনয়নের দাবি জানান।

সমাবেশের আগে বিকেলে পৌরসভা চত্বর থেকে গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাউসি বাঙালি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলী মাস্টার। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম।

সমাবেশের প্রধান অতিথি ডা. মুরাদ এমপি বিএনপি প্রসঙ্গে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপির ক্ষমতাশীলরা সন্ত্রাস-দুর্নীতি, নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল। তারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, বোমাবাজি করেছে, অসংখ্য মা-বোনকে ধর্ষণ করেছে। মামলা-হামলা করে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে এলাকাছাড়া করেছিল, জমি দখল করেছিল। তাদের চেহারা ভোলা যাবে না, এই ইতিহাস ভোলা যাবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //