ভোলায় ৭ ট্রলার ডুবি, নিখোঁজ ২৩ জেলে

ঝড়ের কবলে পড়ে ভোলার মেঘনা নদী ও গভীর সমুদ্রে ৯১ মাঝিসহ ৭ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এখনও নিখোঁজ রয়েছেন ২৩ জেলে।

আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঝড়ের কবলে পড়ে মনপুরা উপজেলার ৫টি, চরফ্যাশন উপজেলার ১টি ও ভোলা সদর উপজেলায় ১টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ৯১ জেলের মধ্যে ৬৮ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৩ জেলে।

এই ব্যাপারে মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, সাগর মোহনায় মনপুরা ৫টি ট্রলার ডুবে যায়। কিছু নিখোঁজ জেলে রয়েছেন তাদের উদ্ধারে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চলছে। 

ভোলা দক্ষিণ জোনের কোস্টেগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. শফিউল কিঞ্জল জানান, সাগরে মাছ শিকারে করতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং কোস্টেগার্ড দক্ষিণ জোনের কয়েকটি টিম নদী ও সাগরে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এদিকে সাগরে নিম্নচাপের ফলে মেঘনার পানি বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বৈরী আবহাওয়া কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরী চলাচল সাময়িক বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাগর ও নদী উত্তাল থাকায় সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সাগরের লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাতাসের গতি বেড়ে গিয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফলে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে মানবতার জীবনযাপন করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //