কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর সঙ্গে থাকা জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ১৭৪০ পিচ ইয়াবা উদ্ধার করে বিমান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১লা আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার বিমানবন্দরের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক যাত্রী রাজিবুল ইসলাম (৩৮)। সে রাজবাড়ী জেলার চরশ্যামনগর এলাকার শামসুদ্দীন শেখের ছেলে। তিনি নভোএয়ারের একটি ফ্লাইটে করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাওয়ার আগ মুহূর্তে যাত্রীর জুতো চেক করে এসব ইয়াবা পান বিমান কর্তৃপক্ষ। পরে এসব ইয়াবাসহ তাকে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিমানবন্দর যাত্রী ইয়াবা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh