চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে চোরাই বিটুমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) সীতাকুণ্ডের সোনাইমুরী ফকিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৮৫৪টি ড্রামে মোট ১৭৯ মেট্রিক টন বিটুমিন, দুইটি ড্রাম ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দ করা চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দিদারুল ইসলাম (৩৫), মো. দেলোয়ার হোসেন খান (৪২), কবির (৪২), মো. তাজুল ইসলাম (৬১)।
র্যাব জানায়, সীতাকুণ্ডের সোনাইমুরী ফকিরহাট এলাকার নিজাম উদ্দিন এবং আকবর আলীর জায়গায় মজুদ করে রাখা হয় বিপুল পরিমাণ বিটুমিনের ড্রাম। পরে গোপন তথ্যেরভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করলে তারা কেনাবেচার কোনো বৈধ কাগজপত্র ও চালান দেখাতে পারেনি।
এই বিষয়ে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরকারি-বেসরকারি বিভিন্ন গাড়ি থেকে বিটুমিন চুরি করে ফকিরহাট এলাকায় মজুদ করার বিষয়টি স্বীকার করেছে।
তিনি জানান, এর আগেও দুই দফায় একই চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিলো। প্রথমবার বাংলাবাজার এলাকা থেকে প্রায় ১৬ হাজার লিটার ও পরেরবার সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি তেলের ডিপো থেকে ৫৩ টন বিটুমিনসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছিলো। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh