লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আহত হয়েছেন আরো চারজন।
গতকাল মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ব দুহুলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব দুহুলী এলাকার মৃত নজর আলীর ছেলে আব্দুল করিম (৫০), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৪০) এর মাঝে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রিয়াজুদ্দিনের ছোট ভাই তাইজুদ্দিন (৩৫) দুহুলী বাজারে টিসিবির পণ্য তুলতে গেলে করিম মিয়া ও তার ছেলে আলামিনসহ কয়েকজন অতর্কিতভাবে হামলা চালায় এবং গাছের ডাল দিয়ে তাইজুদ্দিনকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলে তাইজুদ্দিন জ্ঞান হারায় এবং আবু জাফর, আইয়ুব আলী, কামরুল ইসলামকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুদ্দিন মারা যান। বাকি তিনজন অবস্থাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এ ব্যাপারে নিহতের ভাই রিয়াজ উদ্দিন কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ওসি ইমতিয়াজ কবির জানান, জমি সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের সংঘর্ষে তাইজুদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে মারা যায়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে দুটি মোবাইল টিম অভিযান পরিচালনা করছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh