চাঁদপুরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে বাবা চেরাগ আলীকে (৭৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে ইমরান হোসেন আকবরকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২ আগস্ট) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন। একই সঙ্গে অপরাধীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন আকবর চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সেতিনারায়নপুর গ্রামের চেরাগ আলীর ছেলে। ছেলের হাতে হত্যার শিকার চেরাগ আলী ওই বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে।

২০২০ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়িতে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমরান ধারালো দা দিয়ে তার বাবার মাথা, চোখ ও কানে কুপিয়ে মারাত্মক আহত করেন। এতে ঘটনাস্থলেই চেরাগ আলীর মৃত্যু হয়। তার মা ফুলমতি বেগম স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে, ছেলে ইমরান তাকেও মেরে আহত করেন।

ঘটনার পর ইমরান হোসেন বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ওই দিনই ইমরানকে হত্যা মামলার আসামি করে তার ছোট ভাই সোলায়মান বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ২১ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। এরপর ওই বছর ২ নভেম্বর তদন্ত শেষে তিনি আদালতে চার্জশিট দাখিল করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //