জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী একদিনের রিমান্ডে

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার দায়ের হওয়া মামলায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে একজন পরীক্ষার্থী হওয়ায় ওই আসামির রিমান্ড নামঞ্জুর হয়।

আজ বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারোয়ার জাহানের আদালতে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের সাত দিনের  রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আসামিরা হলেন- আকিফ ইবনে ইউনুস, মারুফ ওরফে গোফরান, ফরহাদ রেজা, জাহিদুল ইসলাম, মো. সাগর, সাজিদুর রহমান, মিজানুর রহমান, আবু ইউসুফ, মো. ইব্রাহিম, মো. হাসান, আবু হুজাইফা, নুর নবী, লোকমান হোসেন, মিজানুর রহমান ও ফেরদৌস আহমেদ।

জানা যায়, গত শুক্রবার (২৮ জুলাই) চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী মোড় এলাকায় জুমার নামাজ শেষে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দুজন পুলিশ সদস্য আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও।

ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //