৫৪ হাজার ডলারসহ কুষ্টিয়ায় যুবক আটক

কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৫৪ হাজার ১০০ ইউএস ডলারসহ সুজন মাহমুদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে।

আজ বুধবার (২ আগস্ট) বিকেলে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক জানান, বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ মিরপুর উপজলার কুষ্টিয়া-মেহেরপুর হাইওয়েতে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি গাড়িতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকার ধামরাই উপজেলার বড়যটাইল এলাকার সুজন মাহমুদ নামে এক যুবকের কাছ থেকে ১০০ ইউএস ডলারের ৫৪১টি নোট (মোট ৫৪ হাজার ১০০ ইউএস ডলার) উদ্ধার করা হয়। এছাড়াও আটক আসামির কাছ থেকে বাংলাদেশি ৫ হাজার ৫৫০ টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়। এবিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //