কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় গৃহবধূ

লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান তুহিনের বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন এক গৃহবধূ। উত্ত্যক্ত ও গায়ে হাত তোলার অভিযোগে কাউন্সিলর আজিজুরের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। 

অভিযুক্ত কাউন্সিলর আজিজুর রহমান তুহিন (৪২) লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ি নজরুলটারী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ি এলাকার মোটর শ্রমিক সৌরভের স্ত্রী রোকসানা আক্তার রুবিকে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলেন ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান তুহিন।


চলতি বছরের ২৩ এপ্রিল সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে গৃহবধূ রোকসানাকে অশালীন প্রস্তাব দেন তুহিন। বিষয়টি জানার পর তার মা লাইলী বেগম পরদিন কাউন্সিলরের বাড়িতে গিয়ে তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মা ও মেয়ে দু’জনকেই বেধড়ক মারধর করেন কাউন্সিলর।

বিষয়টি নিয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন গৃহবধূ রোকসানা আক্তার রুবি। এর জেরে গত ২৬ জুলাই রোকসানার বাড়িতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায় তুহিন। এসময় দ্রুত মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেন কাউন্সিলর। পরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পরদিন মামলার বাদি রোকসানা ও স্বাক্ষী আবুল হাসনাত চয়ন বাদি হয়ে সদর থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেন।

রোকসানা বলেন, কাউন্সিলরের অত্যাচারে অতিষ্ট হয়ে মামলা করেছি। মামলায় তার বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করায় আরও ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে তুহিন। আমরা নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই।

অভিযুক্ত কাউন্সিলর আজিজুর রহমান তুহিন বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা তাদের সকল অভিযোগই মিথ্যে। আমি কারও উপর হামলা করিনি।

লালমনিরহাট সদর থানা ওসি ওমর ফারুক বলেন, আগের মামলায় কাউন্সিলরের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পরবর্তিতে ঘটে যাওয়া ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //