পিরোজপুরে মাদকসহ গ্রেপ্তার ২

পিরোজপুরের পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১১টায় পৌর এলাকার নামাযপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার উত্তর নামাজপুর এলাকার মো. শাহ আলম মোল্লার পুত্র মো. মোস্তাফিজুর রহমান হাসিব ও একই এলাকার মো. তৌহিদ শেখ এর পুত্র মো. তাইজুল ইসলাম শেখ।

বিষয়টি জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির অফিসার ইনচার্জ মো. তাজমিলুর রহমান নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর নামাজপুর এলাকার ময়দার মিলের সামনে দুই মাদকব্যবসায়ী অবস্থান করছে। পরে এসআই মো. নুরুল আমিন হাওলাদারের ফোর্স নিয়ে আসামিদেরকে আটক করি। এ ঘটনায় এসআই মো. নুরুল আমিন হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, আমাদের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যারের নির্দেশে আগামী দিনেও আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //