নাটোরের বড়াইগ্রামে পরকীয়ার পারস্পারিক সম্পর্ক অবনতি হওয়ায় শাহিন শাহকে (৪৫) হত্যা করে হোসনেআরা বেগম। এই ঘটনায় পুলিশ প্রবাসীর স্ত্রী হোসনেআরা বেগম ও তাদের ছেলেকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
নিহত শাহিন শাহ (৪৫) নাটোর সদর উপজেলার কাপুড়িয়া ইউনিয়নের দস্তানাবাদ গ্রামের নহের শাহের ছেলে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ওমান প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী অভিযুক্ত হোসনেআরার সাথে নিহত শাহিন শাহর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিলো। তাদের সম্পর্ক চলমান থাকা অবস্থায় তাদের পারস্পারিক সম্পর্কের অবনতি ঘটে। এরই জের ধরে অভিযুক্ত হোসনেআরা শাহিন শাহকে হত্যার পরিকল্পনা করে। এক পর্যায়ে গত ৭ আগস্ট রাতে শাহিন শাহকে অভিযুক্ত আসামি হোসনেআরার বাড়িতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পূর্বের পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত হোসনেআরা শাহিনের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। খাবার খেয়ে শাহিন শাহ অচেতন হয়ে পড়লে অভিযুক্ত হোসনেআরা গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে শাহিনের মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে হোসনেআরা এবং তার ছেলে আশরাফুল ইসলাম ইমন দুইজন মিলে তাদের বাড়ির টিউবওয়েলের পাশে গর্ত করে মরদেহ মাটিতে পুঁতে রাখে।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আক্তার হোসেন ফিরোজ শাহ্ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হোসনেআরা এবং তার ছেলে আশরাফুল ইসলাম ইমন বিরুদ্ধে লিখিতভাবে এজাহার দাখিল করলে বড়াইগ্রাম থানার মামলা দায়য়ের করেন। পরে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত মা ও ছেলেকে গ্রেপ্তার করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করেছেন তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামের প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী মোছা. হোসনেআরা বেগম (৩৫), তাদের ছেলে আশরাফুল ইসলাম ইমন (১৪)।
উল্লেখ্য, গত ৭ আগস্ট থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার বিষয়টি নাটোর সদর থানায় ও র্যাব নাটোর ক্যাম্পে জানান। আইনশৃঙ্খলা রক্ষা প্রযুক্তির সহায়তায় জলন্দা গ্রামে ওমান প্রবাসী আইয়ুব আলীর বাড়িতে সর্বশেষ অবস্থান শনাক্ত করে। এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবাসীর স্ত্রী হোসনেআরাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দেখিয়ে দেয়া স্থান বাড়ির টিউবওয়েলের পাশ থেকে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাটোর পরকীয়া সম্পর্ক হত্যা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh