মেহেরপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলা সাহেবনগর গ্রামের নার্গিস হত্যা মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সেই সাথে তিনটি ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও ৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই আদেশ দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ফোরকান আলী ছেলে বাশারুল ইসলাম ও জামিল হোসেনে ছেলে ফরজ আলী। আসামি দুজনেই পলাতক রয়েছে। অপর আসামি ইয়াকুব আলী ২০২১ সালে মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহীদুল হক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৮ সালের ৫ আগস্ট নার্গিস খাতুন নিখোঁজ হন। পরে ওইদিনই তার মেয়ে তাসলিমা খাতুন বাদি হয়ে গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণ মামলায় সন্দেহভাজন আসামি ফরজ আলিকে জিজ্ঞাসাবাদের দুইমাস পর আসামি বাসারুল ইসলামের বাড়ির সেপটি ট্যাঙ্কির ভিতর থেকে নার্গিস খাতুনের কঙ্কাল মরদেহ উদ্ধার করে। ১৪ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই মামলায় দুই জনের মৃত্যুদণ্ড প্রদান করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //