দুপুর ২টায় সাঈদীর জানাজা

নিজ গ্রাম পিরোজপুরের ইন্দুরকানীতে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার প্রস্তুতি চলছে। জানাজা শেষে দ্রুত মরদেহ দাফন করার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

এর আগে, মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৮ মিনিটে পুলিশ পাহারায় দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশবাহী ফ্রিজিং গাড়িটি তার নিজ গ্রামে পৌঁছায়।

সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের নির্দেশে তার জানাজার প্রস্তুতি চলছে। জানা গেছে, আজ জোহরের নামাজের পর দুপুর ২টায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশনের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর মসজিদের পাশেই তার বড় ছেলে রাফীক বিন সাঈদীর কবরের পাশে দাফন করা হবে সাঈদীকে।

গতকাল, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর খবর পেয়ে রাত সাড়ে ১১টার পর থেকে শাহবাগ এলাকায় জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা জড়ো হন।ঢাকায় জানাজার দাবিতে সারারাত লাশ নিয়ে যেতে দেননি তারা।

আজ ভোরে পুলিশ কঠোর অবস্থানে গেলে দলটির নেতা-কর্মীরা হাসপাতাল ও শাহবাগ এলাকা ত্যাগ করে চলে যায়। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সটি পুলিশের কড়া পাহারায় পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //