বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ফরিদপুরের সদরপুরে রাবেয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূকে হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি ঘাতক স্বামী হাবুল বেপারীকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
পরকীয়া সন্দেহের জেরেই স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রেখেছিলেন হাবুল বেপারী। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে এ কথা জানিয়েছেন হাবুল।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
মঈন জানান, নিহত রাবেয়া বেগম এনজিও কর্মী ছিলেন। স্ত্রীর প্রতি ক্ষোভ ও পরকীয়া সন্দেহে তাকে হত্যার পরিকল্পনা করেন স্বামী হাবুল। হাবুল তার দুলাভাই সূর্য মোল্লাকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। সূর্য মোল্লার রাবেয়ার প্রতি আগে থেকেই ক্ষোভ ছিলো। পাশাপাশি রাবেয়ার কাছ থেকে নেওয়া টাকা ফেরত না দেওয়ার কৌশল হিসেবে হত্যার কাজে সহযোগিতা করেন তিনি।
তিনি আরও বলেন, গত ১৩ আগস্ট দুপুর ১২টা ২০ মিনিটে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী এলাকায় ঘরের পেছনে সেপটিক ট্যাংক থেকে রাবেয়ার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রাবেয়ার ভাই বাদী হয়ে ফরিদপুরের সদরপুর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে র্যাবকে জানিয়েছেন, ৭ বছর আগে রাবেয়ার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাবেয়া বাবার বাড়িতে থাকতেন। গত কয়েক মাস ধরেই তার স্ত্রীর প্রতি ক্ষোভ ছিলো। রাবেয়ার পরকীয়ার ব্যাপারে সন্দেহ করতেন তিনি। এ ছাড়া তার স্থায়ী কোনো কাজ নেই। তিনি মাঝে মাঝে ফার্নিচার দোকানে রং মিস্ত্রির কাজ করেন।
ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী গ্রামে স্ত্রীকে হত্যা করে বাথরুমের ট্যাংকির মধ্যে মরদেহ ফেলে পালিয়ে যান স্বামী। রোববার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বাড়ির পেছনে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রাবেয়া বেগম উপজেলার পিয়াজখালী ইউনিয়নের বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের মেয়ে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh