শোক দিবসে ঝিনাইদহে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদাণ করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলার যাদবপুর সরকারি কলেজ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সেসময় সীমান্তবর্তী মাটিলা, বাঘাডাঙ্গা, শ্রীনাথপুর, বেনীপুর ও মাধবখালী সীমান্ত এলাকার ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন মহেশপুর ৫৮ বিজিরি পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ রানা।

পরে ওই এলাকার শতাধিক অসহায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ ও ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদান করেন- বিজি হাসপাতালের মেডিকেল অফিসার মেজর আয়েশা সিদ্দিকি ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মামুন পারভেজ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //