আগামীতেও বিপুল ভোটে নৌকা বিজয়ী হবে: এমপি হারুন

ঝালকাঠি-১ (রাজাপুর- কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য বিএইচ হারুন বলেছেন, বাঁধা ও ষড়যন্ত্র করেও পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন আটকাতে পারেনি হায়নার দল। দেশের ব্যাপক উন্নয়নে বিএপির দিশেহারা হয়ে এখনও নির্বাচন বানচালসহ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু কোন কিছুতেই মাননীয় শেখ হাসিনাকে আটকাতে আটকাতে পারবে না।

তিনি বলেন, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর রহমতে এ গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং সংবিধান অনুয়ায়ী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও বিপুল ভোটে নৌকা বিজয়ী হয়ে আ.লীগ সরকার গঠন করবে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, ডা. দীনেশ চন্দ্র মজুমদার, প্রাণ ভল্লব শাহা, হাফেজ হারুন অর রশিদ প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধ, সাংবাদিক, আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

এমপি বিএইচ হারুন নিজবাড়ি কানুদাশকাঠি ইসলামী কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলের রুহের মাগঠিরাত কামনা এবং দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করেন। দুপুরে কাঠালিয়া উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের নানা কর্মসূচিতে অংশ নেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //