টিকটকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, কিশোর গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুক ও টিকটকে আপত্তিকর ভিডিও আপলোডকারি সোহেল রানা (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। 

গ্রেপ্তার কিশোর সোহেল রানা উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিরাডাঙ্গা গ্রামের মইনুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত (১৫ আগস্ট) মহান জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীর ঠিক আগের দিন (১৪ আগস্ট) গ্রেপ্তার কিশোর তার নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ও টিকটক আইডি থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর বক্তব্যসহ ভিডিও আপলোডের অভিযোগ উঠে। পরবর্তীতে গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং প্যানেল মেয়র ও পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন বাদি হয়ে মামলা দায়ের করেন। 

তাৎক্ষণিক গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:  শামসুল আলম শাহের নেতৃত্বে এসআই প্রলয় কুমার বর্মা, এএসআই মাসুদ রানা বিশেষ অভিযান পরিচালনা করে মহিমাগঞ্জ থেকে ১৫ আগস্ট গভীর রাতে কিশোর সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনলাইন প্লাটফর্ম টিকটকে কটূক্তিপূর্ণ মন্তব্যকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //