শোক দিবসে মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাহেদী ফাউন্ডেশনের শিক্ষালয় ঝিনাইদহের মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে এ বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুসা মিয়া বুদ্ধি বিকাশ স্কুলের উপদেষ্টা ড. রেজা সেকেন্দার, নারিকেলবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, স্কুলের প্রধান শিক্ষিকা ফারহানা মুর্শিদাসহ গণ্যমান্য অতিথিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিশেষ শিশুরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, জাহেদী ফাউন্ডেশনের অন্যতম বিশেষ প্রতিষ্ঠান মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়। বিশেষ শিশুরা যে পরিবার বা সমাজের বোঝা নয় তা তারা প্রমাণ করেছেন।

তিনি যোগ করেন, ২০১১ সালে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে ১০৪ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন। ৩০ জন শিক্ষক ও কর্মকর্তারা নিয়মিত তাদের দেখভাল করছেন। জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পরিকল্পনায় বর্তমানে বিদ্যালয়টি অনাবাসিক হলেও ভবিষ্যতে আবাসিক করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //