জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলাম ঘাতক স্বামী শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয়কে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শুভন আহমেদ ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার কাউনিয়া এলাকার মৃত শচীন্দ্র ক্ষত্রিয়ের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট আক্রমণ হোসেন জানান, বিগত ২০২০ সালের ১ জুলাই রাতে নব মুসলিম শুভন আহমেদ তার স্ত্রী ইয়াসমিন আক্তারের গায়ে পেট্রোল ঢেলে জলন্ত গ্যাসের চুলার উপর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে আগুন ধরিয়ে দেন। এসময় ইয়াসমিনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০২০ সালের ১৩ জুলাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়াসমিনের।

এ ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয়কে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //