বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গায় পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। এ পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে পদযাত্রা বের হয়ে কোর্টমোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়। এরপর চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তিও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চুয়াডাঙ্গা বিএনপি পদযাত্রা কর্মসূচী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh