সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কামারখন্দে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে আজ রবিবার (২০ আগস্ট) বাড়াকান্দির একদল যুবক এ আয়োজন করে।

উপজেলার বাড়াকান্দি দক্ষিণপাড়া বারীক মাস্টারের বাড়ির উঠানে বিকেলে ব্যতিক্রমধর্মী এ আয়োজন চলে।

গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল- হাড়িভাঙা, বালিশ খেলা, সাঁতার কেটে হাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চড়া, নৃত্য, মহিলাদের চেয়ার খেলা, বৃদ্ধদের পেনাল্টি কিকসহ নানা ধরনের খেলা।


১০টি ইভেন্টের এ খেলায় বিভিন্ন বয়সের ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়া আরো ১০জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

গ্রামীণ খেলা দেখেতে দুপুর থেকে কৌতূহল নিয়ে বারী মাস্টার বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা। শিশু-কিশোর থেকে বৃদ্ধবয়সী মানুষের আগমনে জমজমাট হয়ে ওয়ে গোটা পুরো উঠান। সব বয়সী মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।

আয়োজক কমিটির তামিম ও আব্দুল্লাহ আল সজিব জানান, বর্তমানে মোবাইল ফোনে আসক্তির কারণে আমাদের তরুণ প্রজন্ম গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো ভুলে গেছে। আমরা নতুন প্রজন্মকে এসব খেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করেছি। চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয়দের সহযোগিতা পেলে প্রতি বছর এমন মুক্ত বিনোদনের আয়োজন করবো।


খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন বাড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন। 

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর বারীক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //